দিনাজপুরের বিরামপুরে ৭ জুয়াড়িসহ গ্রেফতার ১১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর থানা পুলিশ আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭ জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করে আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। থানা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার চকবসন্তপুর গ্রামের ফারিজুল ইসলামের গভীর নলকুপের ঘরে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।
জুয়াড়িরা হলো- সিরাজুল ইসলাম, সেলিম হোসেন (১), সেলিম হোসেন (২), মাসুদ রানা, আব্দুল হালিম, সারিজুল ইসলাম ও সাকিল হোসেন। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। একই রাতে পুলিশ আদালতের পরোয়ানা মূলে ৩ জনকে এবং ১জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ৭ জুয়াড়িসহ গ্রেফতার ১১ জনকে আজ শুক্রবার (৪ এপ্রিল) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন