দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, গত বছরের মতো দেশের প্রতিটি দুর্গাপূজা মন্ডপের পাহারাদারের দায়িত্ব পালন করবে জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
মন্দিরের পাহারায় আমাদের ভিন্ন ভিন্ন টিম সবসময় কাজ করবে। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই ভাই ভাই। আমাদের ভাইদের নিরাপত্তায় আমরা সবসময় জাগ্রত রয়েছি। আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা দেয়া আমাদের ঈমানি দায়িত্ব।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ২৩ টি মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রতিটি মন্দিরের অনূকূলে তিনি সভায় নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
মন্তব্য করুন