নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা কারাগারে পাঠান হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ আলী নীলফামারী সদর উপজেলার জুম্মাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ উপজেলার চেংমারী ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনকিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীকে জেলা কারাগারে পাঠান হয়েছে।
মন্তব্য করুন