বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে স্বামী-স্ত্রীর শরীরের একাংশ ঝলসে গেছে। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে আহতরা হলো গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত কানছে প্রামানিকের ছেলে আয়নাল (৫৫) ও তার স্ত্রী পারভীন আকতার (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত কানছে প্রামানিকের ছেলে আয়নালের (৫৫) সাথে কতিপয় ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ওই প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত আয়নাল ও তার স্ত্রী পারভীন আকতারের ওপর এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহত স্বামী-স্ত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনএ ব্যাপারে বাগবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ মুক্তারুল আলম বলেন, এ ব্যাপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন