সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো মুস্তাফিজুর রহমানের হাত ধরে। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন বাঁহাতি এই পেসার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট করেই রেকর্ডটি নিজের করে নেন মুস্তাফিজ। ইনিংসের ১২তম ওভারে করা শর্ট লেংথের একটি বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা জাকের আলীর হাতে ক্যাচ দেন সূর্যকুমার। যদিও অনফিল্ড আম্পায়ার সাড়া দেননি, কিন্তু রিভিউতে সফল হয় বাংলাদেশ। আর সেই সঙ্গে মুস্তাফিজ স্পর্শ করেন ১৫০ উইকেটের মাইলফলক।এর আগে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছুঁয়েছিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে আজকের এক উইকেটেই তিনি পেছনে ফেললেন সাবেক অধিনায়ককে। মাত্র ১১৮ ম্যাচেই গড়লেন নতুন রেকর্ড। টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে গেছেন সাকিব আল হাসান। ফলে এই ফরম্যাটে আর উইকেট সংগ্রহের সুযোগ নেই তার। তাই এই তালিকার শীর্ষে মুস্তাফিজের অবস্থান এখন অনেকটাই নিরাপদ।
আরও পড়ুনবাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন তাসকিন আহমেদ (৮১ ম্যাচে ৯৯ উইকেট)। চতুর্থ স্থানে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান (৬৬ ম্যাচে ৬১ উইকেট) এবং পাঁচ নম্বরে আছেন শরিফুল ইসলাম (৫৪ ম্যাচে ৫৮ উইকেট)।
মন্তব্য করুন