ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

অভিষেক ঝড় থামিয়ে বাংলাদেশের কামব্যাক, বাংলাদেশের দরকার ১৬৯ রান

অভিষেক ঝড় থামিয়ে বাংলাদেশের কামব্যাক, বাংলাদেশের দরকার ১৬৯ রান। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আজ চলছে গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পায় টাইগাররা। চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং নেন তিনি।

আর ব্যাট করতে নেমেই অভিষেক শর্মার রুদ্র মূর্তিতে পাওয়ার প্লেতেই বড় সংগ্রহ পায় ভারত। তবে টাইগার বোলাররা ফিরে এসেছেন দুর্দান্তভাবে। রিশাদ হোসেন জোড়া উইকেটে ব্রেক থ্রু দেওয়ার পর অভিষেককে রান আউট করতেও সহায়তা করেন। এরপর মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবও পান উইকেটের দেখা। তবে হার্দিক পান্ডিয়ার ৩৮ রানের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়ে ভারত। 

এশিয়া কাপের এবারের আসর জুড়েই দুর্দান্ত ফর্মে আছেন অভিষেক শর্মা। এবার বাংলাদেশের বোলাররাও দেখলেন তার রুদ্র মূর্তি। আগে ব্যাট করতে নেমে আজ টাইগার বোলারদের পাত্তাই দেননি ভারতের দুই ওপেনার। এ দুজন মিলে পাওয়ার প্লেতেই তুলে নেন ৭৭ রান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন অভিষেক-গিল।

প্রথম দুই ওভার একটু দেখেশুনে খেললেও এরপরই কোলস ছেড়ে বের হন অভিষেক। ১৯ বল খেলে এখনো পর্যন্ত তিনি করেছেন ৪৬ রান। মেরেছেন ৫ চার ও ৩ ছকা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন গিল। যদিও ১৯ বলে ২৯ রান করে রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। 

গিল ফিরলেও অভিষেক ছিলেন অনবদ্য। ২৫ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত খেলেছেন ৩৭ বলে ৭৫ রানের ইনিংস। তবে অভিষেক আউট হতে পারতেন আরও আগেই। ব্যক্তিগত ৮ রানে থাকার সময় জাকের আলী ক্যাচ মিস করলে বেঁচে যান তিনি। 

আরও পড়ুন

অভিষেকের ঝড়ে পাওয়ার প্লেতে বড় স্কোর গড়া ভারতের রাশ টেনে ধরেন রিশাদ। নবম ওভারে শিবম দুবেকে আউট করেন তিনি। দুবে ফেরার পর দলীয় ১১২ রানে রান আউট হন অভিষেক। এতে বড় অবদান রিশাদের। দুর্দান্ত ফিল্ডিংয়ে বল দেন বোলিং প্রান্তে থাকা মুস্তাফিজকে। স্টাম্প ভেঙে দেন টাইগার পেসার, ফিরতে হয় অভিষেককে।

এরপর ভারতের দলীয় ১১৪ রানেই আউট হন সূর্যকুমার যাদবও। মুস্তাফিজের বলে জাকের আলির গ্লাভসবন্দী হয়ে ব্যক্তিগত ৫ রানেই ফিরেন ভারতীয় অধিনায়ক। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তিলক বার্মাও তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়ে আউট হন। বাংলাদেশ বোলারদের এমন কামব্যাকের পর ভারতের আর কোনো ব্যাটারই আগ্রাসী হতে পারেননি। তবে হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত ম্যাচের হাল ধরে ছিলেন।

অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ৩৯ রানের সংগ্রহ গড়েছিলেন তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বল খেলে তিনি করেছেন ৩৮ রান। অক্ষর অপরাজিত ছিলেন ১৫ বলে ১০ রান করে। টাইগারদের হয়ে ২ উইকেট নয়েছেন রিশাদ। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, মুস্তাফিজ, সাইফউদ্দিন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ