নাটোরে ট্রাক চাপায় প্রাণ গেল শ্রমিকের, ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি : নাটোরে নিজ কর্মস্থল প্রাণ কোম্পানীর কারখনায় যাওয়ার পথে ট্রাক চাপায় মোঃ দিদারুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অববোধ করেন স্থানীয়রা। এতে প্রায় ঘন্টা ব্যাপী সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধ তা সরিয়ে নেওয়া হয়। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং তিনি নাটোর প্রাণ কোম্পানির কারখানায় স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুর রহমান জানান, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থল প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়।
এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অববোধ করেন। পরে প্রশাসনের অনুরোধ তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন
মন্তব্য করুন