প্রায় সাড়ে ৫ লাখ রূপিতে বিক্রি হলো গিলের জার্সি!
_original_1754743180.jpg)
স্পোর্টস ডেস্কঃ নতুন দায়িত্ব নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ভারতের শুভমান গিল। গিয়েই তো বাজিমাত! পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। স্বপ্নের মতো কাটানো এই সফর শেষে আরেক রেকর্ডে উঠেছে গিলের নাম। তার একটি জার্সি বিক্রি হয়েছে রেকর্ড নিলামে।
পাঁচ টেস্টে ৭৫৪ রান করার পথে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান এজবাস্টনে ২৬৯ রানের ইনিংস খেলেছিলেন। পুরো সিরিজ দাপুটে ব্যাটিং করা গিলের জার্সি দাতব্য নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৫.৪১ লাখ রুপিতে।
গত ১০ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এই #RedforRuth Special Timed Auction-এর সমস্ত অর্থ যাবে রুথ স্ট্রস ফাউন্ডেশনে, যা ক্যানসারসহ টার্মিনাল অসুস্থতায় আক্রান্ত অভিভাবকের পরিবার ও শিশুদের মানসিক সহায়তা প্রদান করে।
আরও পড়ুন‘রেড ফর রুথ ডে’ উদযাপিত হয় লর্ডসে, যেখানে খেলোয়াড় ও দর্শকরা লাল পোশাক পরেন এবং মাঠ লাল রঙে সেজে ওঠে। ফুসফুস ক্যানসারে মারা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রী রুথ স্ট্রসের স্মৃতিতে দিনটি উৎসর্গ করা হয়।
নিলামে গিলের জার্সি ছিল সবচেয়ে দামী। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। প্রতিজনের জার্সি বিক্রি হয়েছে ৪.৯৪ লাখ রুপিতে। লোকেশ রাহুলের জার্সি গেছে ৪.৭১ লাখ রুপিতে এবং ইংল্যান্ডের জো রুটের জার্সি বিক্রি হয়েছে ৪.৪৭ লাখ রুপিতে।
মন্তব্য করুন