ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাড়ানো থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ জন ভ্যানচালক নিহত হয়েছে এবং অন্তত ১০জন আহত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়ি ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে বাহাদুর (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো সিএনজি চালিত থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাহাদুর নামের এক ভ্যান চালক নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সরকার ট্রাভেলসের নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মাদারীপুরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মেহজাবীনের নাম নিয়ে বিভ্রাট, জানলে চমকে উঠবেন

‘মিথিলার ফিরে আসা’য় নাম ভূমিকায় মিহি, সঙ্গে শিশির-সাব্বির

সাংবাদিক তুহিন হত্যা বিচার দাবিতে বগুড়া প্রেস ক্লাবের মানববন্ধন

গানে গানেই এগিয়ে যেতে চান শাপলা পাল