ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যা বিচার দাবিতে বগুড়া প্রেস ক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যা বিচার দাবিতে বগুড়া প্রেস ক্লাবের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) সভাপতি গণেশ দাস  প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু,  দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাংবাদিক যথাক্রমে-বাদল চৌধুরী, চপল সাহা, এসএম কাওসার, আবুল কালাম আজাদ, মেহেরুল সুজন, প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, সাংবাদিক মমিনুর রশিদ শাইন, হারুন উর রশিদ তালুকদার, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, সুমন সরদার, খন্দকার আব্দুর রশিদ প্রবাল প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তারা। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক তুহিনসহ গুম-খুনের সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২