ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা। ছবি : দৈনিক করতোয়া

হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন-জিনইর কোমারপুর সড়কটির বেহাল দশা। কার্পেটিং, ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে এক কিলোমিটারের অধিক সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যানবাহন ও পথচারীদের। সড়কের গর্তে বেশ কিছু অটোরিকশা, ইজিবাইক উল্টে অনেকেই আহত হয়েছেন। সড়কের এমন দশার কারণে ব্যাহত হচ্ছে আদমদীঘির উত্তরাঞ্চলে তথা শিয়ালশন, জিনইর, কোমারপুর. কাশিমালকুড়িসহ ১০/১৫ টি গ্রামের মানুষদের উৎপাদিত কৃষিপণ্যসহ অন্য মালামাল পরিবহনে।

এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক সমাজ। স্থানীয়দের দাবি পুরাতন এই পাকা সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করে চলাচলের উপযোগি করে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করার। আদমদীঘির শিয়ালশন মোড় থেকে জিনইর,কোমারপুর কাশিমালকুড়ি হয়ে আক্কেলপুর উপজেলা সীমানা পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক প্রায় ৫০ বছর আগে পাকাকরণ করা হয়।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক আদমদীঘি উপজেলার উত্তারাঞ্চলের শিয়ালশন, জিনইর, কোমারপুর, কাশিমালকুড়ি, বড়দীঘি, মঙ্গলপুর, মারমা, রায়কালী বাজারসহ প্রায় ১০/১৫টি গ্রামের জনসাধারণ যাতায়াতের একমাত্র সড়ক।

এই সড়ক দিয়ে প্রতি দিনরাত শতশত মানুষের পাশাপশি বিপুল সিএনজি,অটোরিক্সা, ইজিবাইক ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। মুলত: উক্ত অঞ্চলের কৃষকদের কৃষিপণ্য বহনের ব্যস্ততম সড়ক এটি। প্রায় ৪ বছর আগে এই পাকা সড়কের কাপেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

বর্তমানে তা ভয়াবহ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিয়ালশন থেকে জিনইর গ্রাম পর্যন্ত সড়কটির অবস্থা খুবই ভয়াবহ। সড়কে খানাখন্দকে আটকে  আটোরিক্সা ও ইজিবাইক থেকে পড়ে কয়েকটি শিশু ও মহিলা আহতদের ঘটনাও ঘটেছে।

ওই অঞ্চলের কৃষিপণ্য বহন করতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, শিয়ালশন-জিনইর সড়কের দুই পাশে অনেকেই ড্রেনেজ ব্যবস্থা না করেই বাড়িনির্মাণ করায় পানি নিস্কাশন হয়না এবং চলতি বছরে কোমারপুর বাজারে অবৈধ কাঁচা মরিচের হাট বসার কারণে প্রতিনিয়ত বড় বড় ট্রাক লোড করে যাতায়াত করায় সড়কের এই বেহাল দশা।

কোমারপুর গ্রামের বাসিন্দা দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব আলী, জিনইর গ্রামের অটোরিক্সা চালক মোয়াজ্জিম জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটির সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, উপজেলা সদরের শিয়ালশন-জিনইর গ্রামের এই সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সড়কটির সংস্কার কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সাময়িক চলাচলের জন্য ইটের খোয়া দিয়ে চলাচলের উপযোগি করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২