ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

২ কোটি ৯৩ লাখ  ৩৮ হাজার টাকা ব্যয়ে

বগুড়ার দুপচাঁচিয়ায় ১৬ অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মাণ হতে যাচ্ছে

বগুড়ার দুপচাঁচিয়ায় ১৬ অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মান হতে যাচ্ছে। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ১৬জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ২ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৪৮ টাকা ব্যয়ে ‘বীর নিবাস’ নির্মাণ হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে দুপচাঁচিয়া উপজেলার ১৬ টি পৃথকস্থানে ১৬ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মাণের জন্য অনুমোদন প্রদান করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্বাবধানে ‘বীর নিবাস’ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান গত ১৫ জুলাই মঙ্গলবার স্থানীয় পত্রিকায় ১৬ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের এই বীর নিবাস নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করেন। গত ৩০ জুলাই বুধবার দরপত্র গ্রহনের শেষ দিনে ৩টি প্যাকেজে সর্ব মোট ৩২৩ জন ঠিকাদার অংশগ্রহন করেন।

গতকাল শনিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ জানান প্রতিটি  ১৮ লাখ ৩৩ হাজার ৬শ’ ২৮ টাকা  ব্যয়ে বীর নিবাসে ২টি বেডরুম, ১টি ড্রইংরুম, ১টি ডাইনিং রুম, ১টি বাথরুম ও ১টি বারান্দা থাকছে। এতে সর্বমোট ২ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৪৮ টাকা ব্যয় ধরা হয়েছে।

আরও পড়ুন

উপজেলার ৬টি ইউনিয়নের বীর নিবাসপ্রাপ্ত ১৬ জন অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের নিজস্ব জায়গায় এই বীর নিবাস নির্মাণ হবে। চলতি সপ্তাহেই প্রকল্পের ৩টি প্যাকেজে অংশগ্রহকারী ৩২৩ জন ঠিকাদারের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩জন ঠিকাদার নির্বাচিত করা হবে। নির্বাচিত ঠিকাদার কার্যাদেশ প্রাপ্তির ৯০ দিনের মধ্যে বীর নিবাস নির্মাণ কাজ শেষ করার সময় সীমা বেধে দেওয়া রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২