ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক : আজ এ রাস্তা, তো কাল অন্য রাস্তা- প্রতিনিয়ত ঢাকা শহরের কোন না কোনো মোড়ে আন্দোলন লেগেই আছে। এতে করে ভয়ঙ্করভাবে বেড়েছে ট্রাফিক জ্যাম। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।

তিনি পোস্ট দিয়ে লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’

আরও পড়ুন

তার কথায়, ‘আমার র‍্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! ওাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি।’ শেষে তিনি লিখেছেন, ‘ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করবো কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন