বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় গত কয়েকদিনের বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সোনাতলায় প্রায় ১৭শ’ হেক্টর জমিতে আউশ ধান রোপন করেছে কৃষক। যা গত বছর ছিল ১৩শ’ ২০ হেক্টর ছিলো। গত বছরের তুলনায় প্রায় ৪২০ হেক্টর জমিতে বেশি আউশ ধান রোপন করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চলের প্রায় ১শ’ হেক্টর জমির কাঁচা ও পাকা ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সংশ্লিষ্ট উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অবিরাম বর্ষনের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যার ফলে প্রায় ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
আরও পড়ুনদ্রুত সময়ের মধ্যে ধানের জমি থেকে পানি কমে না গেলে আগাম জাতের রোপন করা ধান পাকতে শুরু করেছে। সেই ধানগুলো পানির সাথে নুয়ে পড়বে। ফলে কৃষকের সীমাহীন ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন