বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় বাসের ধাক্কায় ভ্যান চালক আনোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলা সদরের তিশিগাড়ি এলাকায়।
জানা গেছে, উপজেলা সদরের ডাকাহার গ্রামের আজিজ প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ভ্যান চালিয়ে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলো। তার ভ্যানটি বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের তিশিগাড়ি নামক স্থানে পৌছিলে পিছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়।
আরও পড়ুনএতে ভ্যান চালক ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হয়। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন