‘দিঠির খাতা’র ১৭ গান এবং বাবার নামে চ্যানেল নিয়ে দিঠি
_original_1758289685.jpg)
অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, কাহিনীকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার তার বাবার তাকে নিয়ে রচিত গানের খাতা ‘দিঠির খাতা’য় লেখা ১৭টি গান নিয়ে কাজ করছেন দিঠি আনোয়ার।
এরইমধ্যে ১৭টি গানের মধ্যে ‘রবী ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ শিরোনামের একটি তিনটি গানের কাজ শেষ করেছেন দিঠি। তিনটি গানেরই সঙ্গীত করেছেন অপু আমান। দিঠি জানান, এই ১৭টি গানের মধ্যে পাঁচটি দেশের গান ও পাঁচটি আধুনিক গান নিয়ে কাজ চলছে। সবগুলো গান দিঠি গাইবেন। কোনো কোনো গানের প্রয়োজনে দিঠির সঙ্গে সহশিল্পীও থাকতে পারেন। আধুনিক গান ‘মেঘলা আকাশ’ ও দেশাত্ববোধক গান ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ গানটিতেও সহশিল্পী হিসেবে আছেন অপু আমান। ‘রবী ঠাকুর’ গানটি দিঠির একক গান।
এদিকে বাবাকে নিয়ে এরইমধ্যে ‘গাজী মাজহারুল আনোয়ার’ নামের একটি ইউটিউব চ্যানেলের পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন দিঠি। এই ইউটিউব চ্যানেল নিয়ে দিঠির রয়েছে বিষদ পরিকল্পনা।
‘দিঠির খাতা’ ও বাবার ইউটিউব চ্যানেলে প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন,‘ যেহেতু আব্বার লেখা গানগুলো শুধু আমার জন্যই দিঠির খাতায় লেখা। তাই এই গানগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন। একটি একটি করে সবগুলো গানই প্রকাশ করবো আমি। গানগুলো চ্যানেলে প্রচার হবে, আমি গাইবো নানান অনুষ্ঠানে। আর আব্বাকে নিয়ে এরইমধ্যে গাজী মাজহারুল আনোয়ার নামের একটি ইউটিউব চ্যানেলের কাজ শুরু হয়েগেছে। এই ইউটিউব চ্যানেলে নিয়ে মূলত অনেক পরিকল্পনা আছে। নতুন পুরোনো গান যেমন প্রকাশ পাবে, আব্বাকে নিয়ে বিভিন্ন শিল্পীর স্মৃতিচারণ থাকবে, থাকবে আব্বারই লেখা গান নিয়ে মিউজিক্যাল শো। এছাড়াও পর্যায়ক্রমে আরো অনেক কিছুই যুক্ত হবে। আপাতত যে পরিকল্পনাগুলো করা আছে সেগুলোই একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আব্বুকেতো বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক ভালোবাসেন শ্রদ্ধা করেন। প্রায় প্রতিনিয়তই টিভি চ্যানেলগুলোতে নানান সময়ে প্রচারিত হচ্ছে। আমরাও উদ্যোগী হয়ে আব্বার গানগুলো নিয়ে আরো বিষদ কাজ করতে চাচ্ছি। আশা করছি সবার সহযোগিতা পাবো।’
আরও পড়ুনদিঠি জানান আগামী ডিসেম্বরে দেশে ফিরেই তিনি বাবার ইউটিউব চ্যানেলের ঘোষনা দিবেন। এদিকে আপাতত দিঠি যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে তার স্বামী আরিফ যে ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছিলেন সেই একই ইউনিভার্সিটিতে অর্থাৎ দিঠির বড় ছেলে আদিয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’তে বিজনেস ম্যানেজম্যান্ট বিষয়ে পড়াশুনা করছে। আবার ছোট ছেলে আকিব ভার্জিনিয়ার ‘ম্যাকলিন হাইস্কুল’এ ইলেভেন গ্রেড-এ পড়ছে। মূলত দুই সন্তানের পড়াশুনা নিয়েই আপাতত যুক্তরাষ্ট্রে তার তুমুল ব্যস্ততা।
কিন্তু এরইমধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেট-এ শো করারও প্রস্তাব পেয়েছেন তিনি। উল্লেখ্য, দিঠি একাধারে একজন সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা এবং সর্বোপরি একজন দায়িত্বশীল মা। তার আন্তরিকতা, বিনয় তার আশেপাশের সবাইকে ভীষণ মুগ্ধ করে।
মন্তব্য করুন