ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অভিনয়ে ফেরার ভাবনায় ডায়না

অভিনয়ে ফেরার ভাবনায় ডায়না

অভি মঈনুদ্দীন ঃ ফুটবল নিয়ে এ দেশে নির্মিত হওয়া অন্যতম সিনেমা ‘জাগো’। খিজির হায়াত খান পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এটিই ছিলো দর্শকপ্রিয় অভিনেত্রী ডায়নার প্রথম সিনেমা। এরপর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। তবে সিনেমার চেয়ে নাটকে অভিনয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। গুনী নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করে তিনি দর্শককে তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন। যদিওবা স্বামীর চাকুরীর কারণে দুই সন্তান নূহাদ ও নিয়ানাকে নিয়ে তিনি এখন অনেকটাই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তারপরও তিনি মাঝে মাঝে দেশে আসেন। কয়েকমাস আগেও তিনি দুই সন্তানকে নিয়ে দেশে এসেছিলেন। গতকাল ডায়নার সঙ্গে আলাপকালে ডায়না তার ফেলে আসা দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন। আবার ক্যামেরার সামনে দাঁড়ানোরও আগ্রহ প্রকাশ করেন তিনি।

ডায়না বলেন,‘ একটা সময় ছিলো যখন মাসের অনেকটা সময় আসলে ক্যামেরার সামনেই কেটে যেতো। কখনো সিনেমার শুটিং, কখনো বিজ্ঞাপনের কাজ আবার কখনো নাটকের শুটিং-এ সময় কাটতো আমার। মিডিয়াতে একটা সুন্দর সময় কাটিয়েছি আমি। মিডিয়াকে ঘিরে আমার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার। যখনই যার ইউনিটে কাজ করেছি সর্বোচ্চ সম্মান পেয়েছি, যত্ন পেয়েছি। মন দিয়ে কাজগুলো করতে পেরেছি। যে কারণে আমি যতোগুলো কাজ করেছি সবগুলোই ভালো ছিলো এবং দর্শকের কাছ থেকেও সেই সময় আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায়শই অতীত দিনের কথা মনে পড়ে। মন খারাপ হয়। ইচ্ছে করে আবার অভিনয়ে ফিরতে। দেখি কী হয়। এবার যদি দেশে ফিরি তাহলে ইচ্ছে আছে কাজ করার, যদি গল্প এবং চরিত্র ব্যাটে বলে মিলে যায়। ইচ্ছে আছে ‘আদরে আদরে’ গানটির মিউজিক ভিডিও করার। কারণ কণা ও প্রতীকের গাওয়া এই গানটি নিয়ে আমার অনেক আগেই এই ধরনের কিছু পরিকল্পনা ছিলো।’ ডায়না সর্বশেষ মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ ও শ্যামল মাওলার শহীদুল্লাহ শোভনের রচনায় ও নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘রাতের অতিথি’ নাটকে অভিনয় করেন। শেষের দিকে তিনি দাউদ হোসাইন রনির রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘ভালোবাসা না বাসা’ নাটকে অভিনয় করেছিলেন। দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ নাটকে ডায়না প্রথম অভিনয় করেন। তবে দর্শকের কাছে তিনি আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অভিনয় করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর ওপর জোর প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল কেটে কৃষকের ৫টি গরু চুরি

স্থগিত এনসিএল টি টোয়েন্টি শুরু ২৬ সেপ্টেম্বর

শ্রেয়া ঘোষালের কণ্ঠে নারী বিশ্বকাপের থিম সং