টিএমএসএস এর ২৯০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

টিএমএসএস এর ২৯০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বি: দ্র: অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগ পত্র/অভিজ্ঞতার প্রমানপত্র/সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সরকার অনুমোদিত ৩/৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবে। উল্লিখিত পদে PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্বস্ব পদে ০২ বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে।
আবেদনের নিয়ম ও শর্তাবলী :
১। আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন ১৫/০৬/২০১৫ইং তারিখের মধ্যে নিম্ন বর্ণিত যে কোন ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানাসমূহ:
টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া-৫৮00 1
টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী।
টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।
টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলীগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা #৯/৪, নিউ মার্কেট উপশহর, যশোর।
টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।
টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিএন্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল।
টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, উপশহর-২, ব্লক নং-২, প্লট নং ৮, হাউজ নং-২৭ (তফিউদ্দিন মেমোরিয়্যাল হাইস্কুলের পূর্ব পার্শ্বে ), সদর, দিনাজপুর।
টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর।
আরও পড়ুনটিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি এ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।
২। সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরৎযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা যে কোন তফসীলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র “টিএমএসএস” শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি, টিএমএসএস শাখা, হিসাব নং-৪১৬৮০২৪০০০০১৬ বা অগ্রণী ব্যাংক পিএলসি, শিববাটি শাখা, হিসাব নং-০২০0005397107 বা সোনালী ব্যাংক পিএলসি, কলেজ রোড শাখা, হিসাব নং-০৬০৯৮02000403 এ টাকা জমা করে টাকা জমাদানের মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
৩। নিয়োগ প্রাপ্ত কর্মী/কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জ্বালানী বিল, মোবাইল বিল, জীবন বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লোড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাসসহ অন্যান্য সুযোগ সুবিধা আছে।
৪। প্রশিক্ষণকালীন ০৬ মাসের মধ্যে ০৩ মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক স্ব স্ব পদের ক্রেডিট এ্যালাউন্স, জ্বালানী বিল ও মোবাইল বিল প্রাপ্য হবেন।
৫। কর্মী/কর্মকর্তাদের সন্তোষজনক ভাবে ০৫ বছর কর্মকাল সমাপ্তে মূলবেতনের সমপরিমান ০১টি, ১০ বছর পূর্তিতে ০২টি, ১৫ বছর পূর্তিতে ০৩টি এবং ২০ বছর পূর্তিতে ০৪টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।
৬। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ্য করতে হবে) এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৭। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীর আবেদন করার আবশ্যকতা নাই।
৮। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
১০। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যম (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি)-এ আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য অনুরোধ করা হ'ল।
ফোন: ০২৫৮8877305, 02588877309
www: tmss-bd.org
পরিচালক
(এইচআর-এম এ্যাডমিন)
মন্তব্য করুন