ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়ায় পাকা সড়কে লরিচাপায় নিহত হওয়ার ১২ দিনেও পরিচয় মেলেনি দুই নারীর। এ দুর্ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাহ্ মহল্লার মৃত তোফাজ্জ্বল হোসেন'র ছেলে ও প্রাণ কোম্পানীর দুধের লরিচালক আলাল মিয়া (৫৭), পাবনার জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের সাবান মল্লিকের ছেলে ওই কোম্পানীর দুধের লরির হেলপার লিমন আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা প্রাণে হাব সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার লরিচালকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ও হেলপারের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায়। আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দুই নারী ঘটনার পূর্বদিন রাতের বেলায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন।

১৮ আগস্ট ভোর বেলায় প্রাণ কোম্পানির দুধের লরিচাপায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফন করা হয়। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। ঘাতক দুধের লরিটি ভাঙ্গুড়া থানা হেফাজতে রাখা হয়েছে। উল্লোখ্য, গত ১৮ আগস্ট সকালে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের ওপর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১২ কোটি ৯ লাখ টাকা

আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

মাইকিং করে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫০

যমুনায় বিএনপি-জামায়াত-এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা