সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ আগেই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ হয়ে গেছে। আজ ভারত ও বাংলাদেশের পরস্পরের নিছক নিয়ম রক্ষার ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলছে। এরই মধ্যে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে ভারত। নেপালকে ৭-০ ও ৫-০, ভুটানকে ৮-০ ও ৫-০ এবং বাংলাদেশকে ২-০ গোলে হারায় ভারতের মেয়েরা।
আরও পড়ুনঅন্যদিকে, নেপালকে ৩-০ ও ৪-১ এবং ভুটানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। এই ড্র আর ভারতের কাছে হারের কারণেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চাইবে অর্পিতা বিশ্বাসরা।
মন্তব্য করুন