ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১, ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এতে কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল। এ সময় ধাক্কাধাক্কিতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়ন তুলতে আসেন। এসময় মুখোমুখি অবস্থান করতে নিতে দেখা গেছে তাদের। পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে।

আহত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।এ সময় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সাংবাদিককে বলেন, আমরা মনোনয়ন তুলব কিন্তু ছাত্রদলের নেতাকর্মী আমাদের বাধা দিয়েছে। ছাত্রদল কোনোভাবেই চায় না রাকসু হোক। যার জন্য তারা তালা দিয়ে আন্দোলন শুরু করেছে। 

আরও পড়ুন

এসময় আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল গণমাধ্যমে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন তুলতে এসেছিলাম। কিন্তু ছাত্রদল আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। যখন আমরা গেটে অবস্থান করি তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধাক্কাধাক্কিতে আমি আহত হয়েছি। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা