ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

এশিয়া কাপ শুরুর সময়ে পরিবর্তন

এশিয়া কাপ

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। মরুর বুকে ক্রিকেট লড়াই হলে সেখানকার বাড়তি চ্যালেঞ্জ হিসেবে থাকে গরম। এবারের এশিয়া কাপে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ম্যাচ শুরুর পরিকল্পনায় পরিবর্তন এনেছে আয়োজকরা।

 

যদিও প্রথম দিকে ম্যাচ শুরুর কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এখন নতুন সময়ে সেটা আধা ঘণ্টা পেছানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচ-যার মধ্যে ফাইনালও রয়েছে-স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

মূলত সেপ্টেম্বর মাসে যখন টুর্নামেন্টটি শুরু হবে, দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠার আশঙ্কা রয়েছে এবং তা সন্ধ্যার আগ পর্যন্ত বজায় থাকবে। সেই প্রচণ্ড গরম এড়াতে ক্রিকেট বোর্ডগুলো ম্যাচের সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এই অনুরোধ আবার সম্প্রচারকারীদের কাছেও জানানো হয় এবং তারা পরিবর্তনে সম্মতি দেন। ফলে সবগুলো দিন-রাতের ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।

আরও পড়ুন

তবে একটি ম্যাচ এই পরিবর্তনের আওতায় আসেনি—সেটি হলো টুর্নামেন্টের একমাত্র দিনের খেলা; ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর এই ৮ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তান ও হংকং একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান