ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

স্বামীর পরকীয়ার প্রেমের জেরে হত্যা, স্ত্রী আটক

স্বামীকে পরকীয়ায় প্রেমের জেরে হত্যা, স্ত্রী আটক

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ানপাড়া এলাকায়  পরকীয়া সম্পর্ক থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে (৩৮) স্ত্রী তানিয়া আক্তার হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জুয়েলের সঙ্গে তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। সবকিছু ভালোই চলছিল। কিন্তু, সম্প্রতি জুয়েলের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানার পরে তানিয়া জুয়েল এবং ওই নারীকে বুঝান। কিন্তু, কোনো কাজ হয়নি। বরং তানিয়াকেই উল্টো মারধর করতেন জুয়েল। এ ঘটনার জেরে শনিবার রাতে কাঠের টুকরো দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যা করেন তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

আরও পড়ুন


সখীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাকির হোসেন বলেন, ‘‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন তানিয়া। এর সঙ্গে আরো কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার