ইউএস ওপেন ২০২৫
কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের চলমান আসরে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন দ্বিতীয় বাছাই স্পেমের কার্লোস আলকারাজ। দাপুট দেখিয়ে নেদারল্যান্ডসের আর্থার রিন্ডার্কনেচের বিরুদ্ধে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতলেন স্প্যানিশ তারকা। মেয়েদের এককে শেষ আটে পা রেখেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আলকারাজ। কিন্তু ডাচ তারকার বিরুদ্ধে প্রথম সেট জিততে বেশ সমস্যায় পড়তে হয় তাকে। টাই-ব্রেকার পর্যন্ত প্রথম সেট গড়ায় ৷ ৬(৩)-৭(৭) ব্যবধানে সেটা জেতার পরই আত্মবিশ্বাস বেড়ে যায় আলকারাজের।
পরের দু’টি সেটে ডাচ তারকাকে দাঁড়াতেই দেননি তিনি। আলকারাজের ফোর হ্যান্ড ব্যাক হ্যান্ডের মার ছিল চোখে লেগে থাকার মতো। শেষ আটে আলকারাস মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রেরর জিরি লেহেকার।
আরও পড়ুনএদিকে সাবালেঙ্কা ছুটছেন নিজ গতিতে। ৬-১, ৬-৪ গেমে স্পেনের ক্রিস্টিনা বুকসাকে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপার দিকে ধাবিত হচ্ছেন বেলারুশ সুম্দরী। কোয়ার্টারে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রাশোভা।
মন্তব্য করুন