ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন বলেন, কুনার প্রদেশে কমপক্ষে ৬১০ জন এবং নানগারহার প্রদেশে ১২ জন নিহত হয়েছেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, কুনার প্রদেশে ৬১০ জন নিহত এবং আরও ১৩০০ জন আহত হয়েছেন। সেখানে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া নানগারহার প্রদেশে ১২ জন নিহত এবং আরও ২৫৫ জন আহত হয়েছে। সেখানে কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর, সময়মত সহায়তা প্রদানের এবং দৃঢ় ও ব্যাপক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম এবং পৌঁছানো কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না এবং অন্য অংশে ভূমিধস এবং বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের পর একাধিক পরাঘাত অনুভূত হয়েছে। আতঙ্কে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। নানগারহারের তরুণ পোলাদ নুরি জানান, তিনি অন্তত ১৩ বার পরাঘাত গুনেছেন। তার ভাষায়, এত শক্তিশালী ভূমিকম্প জীবনে কখনো দেখিনি।

আরও পড়ুন

ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধারকাজ কেবল আকাশপথে চালানো সম্ভব হচ্ছে। হেলিকপ্টারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুনারে পাঠানো হয়েছে, যেখানে তারা আহতদের চিকিৎসা দিচ্ছেন এবং গুরুতর আহতদের অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

অন্যদিকে নানগারহারের হাসপাতালগুলোতে রক্তের সংকট দেখা দেওয়ায় স্বেচ্ছাসেবীরা দলে দলে রক্তদান করতে আসছেন। তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সর. আ. হ. কলেজ থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

নীলফামারীর ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার

মাঝরাতে ঘুম ভেঙে গেলে কী করবেন

বগুড়ায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

অবশেষে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা : রাকসু নির্বাচন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি ব্যাটার