বগুড়ায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর পৃথক অভিযানে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদরের ফুলদিঘী পেপসি কোম্পানির সামনে অভিযান চালিয়ে ডাকাতি মামলার প্রধান আসামি শহরের মালগ্রাম ডাবতলার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ কালাম মিয়া (৩৭)কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে শহরের নিশিন্দারা এলাকা থেকেও ডাকাতি মামলার অপর আসামি শহরের সুলতানগঞ্জপাড়ার মৃত-সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল সরকার (৩৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে৷
আরও পড়ুনমন্তব্য করুন