ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

মাকে নিয়ে লন্ডনের পার্কে পরিবারসহ তারেক রহমান

মাকে নিয়ে লন্ডনের পার্কে পরিবারসহ তারেক রহমান, ছবি: সংগৃহীত।

মা বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরতে দেখা গেছে। প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা মায়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন ছেলে তারেক রহমান। খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে ঈদের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে পুত্রবধূ জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আরও পড়ুন

৮ জানুয়ারি হিথ্রো বিমান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সোজা লন্ডনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন চিকিৎসা কেন্দ্র ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন তিনি। টানা ১৮ দিন চিকিৎসা শেষ ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

ডা. এজেডএম জাহিদ হোসেনের ভাষ্যমতে, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু