ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রামের প্রায় ৪শ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। এমনকি বসতঘরও মাসের পর মাস পানিবন্দি অবস্থায় পড়ে থাকে।

সরজেমিনে গিয়ে দেখা যায়, শেরপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিনে ও ঢাকা- বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা থেকে মাত্র ৫শ’ গজ পশ্চিমে শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রাম। শহরতলী হলেও জীবন ধারনে তারা গ্রামের মানুষের চেয়েও অবহেলিত। বছরের অর্ধেক সময় তাদের রাস্তাঘাট পানির নিচে থাকে, ফলে পানি বাহিত রোগ বালাই নিত্য সঙ্গী।

এলাকাবাসির সাথে কথা বললে তারা জানান, এলাকায় অপরিকল্পিতভাবে বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান (মিল চাতাল) নির্মান ও উঁচু করায় চলাচলের রাস্তাগুলো নিচু হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। এছাড়াও পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি মৌসুমের পুরোটা সময় রাস্তা পানির নীচে থাকে।

আরও পড়ুন

এতে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবীসহ এলাকার সকলকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, আমার ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া সহ বেশ কয়েকটি গ্রামের পানি নিস্কাসনের নতুন ড্রেন নির্মান করা দরকার। ইতিমধ্যেই আমরা একটি জরিপ করেছি খুব দ্রুতই এই সকল সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, খোঁজ খবর নিয়ে খুব দ্রুত পানি নিস্কাসনের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি আইন মেনে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু