ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় ম্যানইউ’র

শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় ম্যানইউ’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেজ। ইনজুরি টাইমের শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে নতুন প্রমোশন পাওয়া বার্নলির বিপক্ষে নাটকীয় ও কষ্টার্জিত ৩-২ ব্যবধানের জয় উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা।

গেল বুধবার কারাবাও কাপে লিগ টু দলের গ্রিমসবি টাউনের কাছে লজ্জাজনক হারের পর সবার নজর ছিল আজকের ম্যাচের দিকে। মৌসুমের শুরুতেই সংকটে পড়া ম্যানইউ প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া বার্নলির বিপক্ষে কী করে, সেটিই ছিল দেখার। তবে আপাতত কিছুটা স্বস্তি পেলেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম। ক্লাবে তার অবস্থান নিয়ে প্রশ্ন রয়ে গেলেও অন্তত আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগের প্রথম জয় পেল ম্যানইউ।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে আধিপত্য দেখায় স্বাগতিক ম্যানইউ। ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি না পেলেও তারা এগিয়ে যায় ২৭ মিনিটে কাসেমিরোর হেড ক্রসবারে লেগে বার্নলির অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে বল জালে ঢুকে গেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে লাইল ফস্টার গোল করে বার্নলিকে সমতায় ফেরান। গ্রিমসবির বিপক্ষে টাইব্রেকার শুটে গোল মিস করা ব্রায়ান এমবুয়েমো ৫৭ মিনিটে গোল করে ম্যানইউকে আবার এগিয়ে দেন। ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে ফের সমতায় ফেরে বার্নলি। ম্যাচ যখন একেবারের শেষের দিকে, অথচ স্কোরলাইন এখনো ২-২ সমতায়; তখন ক্লান্ত ও দিশাহারা মনে হচ্ছিলেন আমোরিমকে।

আরও পড়ুন

কিন্তু ইনজুরি টাইমে ভিএআর দেখায়, ম্যানইউর আমাদ দিয়ালোর জার্সি ধরে টেনেছিলেন অ্যান্থনি। এতেই পেনাল্টি পায় ম্যানইউ এবং শান্তভাবে গোল করেন ফার্নান্দেজ। এতে ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তির নিঃশ্বাস ফেলে সমর্থকরা। ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ম্যানইউর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা