ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ৩২ ত্রাণ সংগ্রহকারীসহ আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় ৩২ ত্রাণ সংগ্রহকারীসহ আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে দখলদার ইসরাইলি সেনারা। উপত্যকাটিতে সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিকসহ অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে ৩২ জনই খাদ্য সহায়তাপ্রার্থী।  এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরাইল। রোববার ভোর থেকে সারা গাজা উপত্যকায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৩২ জন খাদ্য সংগ্রহে বের হয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, রোববার ইসরাইলি গোলাবর্ষণে আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুতে আগুন ধরে যায়। রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, আবাসিক এলাকায় ইসরাইলি সেনারা ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে। তিনি জানান, গত তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটিকে তিনি ‘ভূমি পোড়াও নীতি’ আখ্যা দেন। আল-থাওয়াবতা বলেন, ধ্বংস ও দুর্ভিক্ষ সত্ত্বেও গাজা সিটি ও উত্তরাঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার নীতি মানতে অস্বীকার করছে।

আরও পড়ুন

আগস্টের শুরু থেকে গাজা সিটিতে নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ চালাচ্ছে ইসরাইলি সেনারা।  গত শুক্রবার তারা শহরটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে এবং নতুন আক্রমণ শুরুর কথা জানায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তলানির দলের কাছে হার ম্যানসিটি’র 

ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

বাবার হাতে ছেলে খুন, এক দিনে উপজেলায় তিন মৃত্যুর ঘটনা

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের খবরে যা বললেন আইন উপদেষ্টা

নোয়াখালীতে মাইক্রোস্ট্যান্ড উচ্ছেদে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট,গাড়ি ভাঙচুর