রাকসু নির্বাচনে গণযোগাযোগ বিভাগ থেকে ভিপিসহ ২২ প্রার্থী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়বেন শিক্ষার্থীরা। এবার নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ২২ জন প্রার্থী।
এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এছাড়া হল সংসদে ১০ জন। একজন লড়বেন ভিপি পদে। শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। তাদের আশা প্রার্থীরা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এছাড়া ভবিষ্যত নেতৃত্বে এটা বড় ভূমিকা রাখবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লড়ছেন যারা- ২০১৮-১৯ সেশন থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে লড়বেন শিখর রায়। ২০১৯-২০ সেশন থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন।
২০-২১ সেশন থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে বিল্লাল হুসাইন, মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের, শাহরিয়ার মোর্শেদ, সহ মিডিয়া এন্ড পাবলিকেশন সম্পাদক পদে নূরনবি, এছাড়া হল সংসদে ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমীন, সাংস্কৃৃতিক সম্পাদক রনি আহমেদ, আলিম খান, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে আবু নাঈম, বিজয় ২৪ হলে জিএস পদে জুবায়ের জিসান লড়বেন।
আরও পড়ুন২১-২২ সেশন থেকে সিনেট সদস্য এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ইনসান আলী, সহ-সাধারণ সম্পাদক পদে (তাপসী রাবেয়া হল) খাতিজা আক্তার হিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে (শহীদ হবিবুর রহমান হল) এনামুল হক, সহ-ক্রিয়া সম্পাদক (জুলাই-৩৬ হল) উম্মে জাহান (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত) লড়ছেন। ২০২২-২৩ সেশন থেকে এজিএস পদে শাহ পরান লিখন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক, সমাজকল্যাণ সম্পাদক পদে শরিফুল ইসলাম লড়বেন। ২৩-২৪ সেশন থেকে মাদার বখস, কার্যনির্বাহী পদে আল আমিন লড়বেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভিপিসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি করবে।
মন্তব্য করুন