ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে নতুন জামাই হত্যার অভিযোগে মামলা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে নতুন জামাই হত্যার অভিযোগে মামলা। প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জের পল্লিতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে নতুন জামাইকে হত্যার অভিযোগ উঠেছে। গত ২ মার্চ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এই ঘটনা ঘটলেও নানা নাটকীয়তার পর ৪ মার্চ গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, দুই মাস আগে উল্লিখিত রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র জিহাদ (২০) বিয়ে করেন কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের সাহেব মিয়ার মেয়ে জেসমিন বেগমকে। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালেই স্বামীর বাড়িতে আগত টিপু মিয়া নামের এক যুবকের সাথে জেসমিন বেগমের আপত্তিকর আচরণ টের পেয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয় দুই পরিবারের মধ্যে।

এরই মধ্যে গত ১ মে দাদির অসুখের খবর দিয়ে জেসমিন বেগমকে স্বামী টিপুসহ ডেকে নেয়া হয় শ্বশুরবাড়িতে। পরদিন ছেলের বাড়িতে খবর দেয়া হয় জামাই টিপু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেদিন বিকেলে খবর পেয়ে ও রাতে লোকজন নিয়ে সেখানে গিয়ে তারা বাড়ির আঙিনায় টিপুর মরদেহ শুয়ে রাখা অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন

তারা থানা পুলিশকে অভিযোগ করেন, মরদেহের একটি হাত ভাঙা ও শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। পুলিশ তখন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে ৪ মে রাতে নিহতের পিতা তার ছেলের শ্বশুর সাহেব মিয়াসহ ৬ জনের নামোল্লেখ ও আরও দুই-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযোগে ৪ মে ৩০২/৩৪ ধারায় পেনাল কোড ১৮৬০ এ ৭নং ক্রমিকে একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড