ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

ভাতাভোগীদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সোনাতলায় গতকাল বৃহস্পতিবার ২নং বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

ওই ইউনিয়ন পরিষদের সামনে বেলা ২ টায় সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষদের সমাবেশ ঘটে। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারনের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মহিদুল হাসান মহব্বত, শাহজাহান, আব্দুস সালাম, শামীম মিয়া, রানা মিয়া, আমিনুল ইসলাম সাদেক, নজরুল ইসলাম, সুফিয়া বেগম, নাজমা বেগম, মৌসুমী বেগম, শামীমা আক্তার প্রমুখ। 

বক্তাগন বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে  কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে ক্ষমাতসীন দলের চেয়ারম্যান সহ ১৩ জন প্রার্থীকে বিজয়ী করা হয়। গত ৫ আগষ্ট ওই ফ্যাসিষ্ট সরকারের পতনের পর চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডলসহ ইউপি সদস্যরা আত্মগোপনে যান। এরপর আব্দুর রাজ্জাককে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়। প্যানেল চেয়ারম্যান হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এমনকি প্রকল্পের কাজ না করে বিল উত্তোলন করা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, ভিডব্লিউবি’র সুবিধাভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেন। এসকল কাজের সাথে জড়িত থাকায় উক্ত প্যানেল চেয়ারম্যন জনরোষের কারনে ইউনিয়ন পরিষদে যেতে পারেননা। তিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করেন, সোনাতলার একটি বাসায়। ফলে ইউনিয়ন বাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এমনটি অবস্থায় উক্ত প্যানেল চেয়ারম্যানকে অপসারন করে প্রশাসক নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশসাকের বরাবর অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের কথা স্বীকার করে বলেন, ইতিপূর্বেও ওই প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবিতে স্থানীয় এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন