ভিডিও শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী

করতোয়া ডেস্ক ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী আগামীকাল সন্ধ্যায় বগুড়ার ফুলবাড়ি হাট এলাকায় একটি ফার্মাসিউটিক্যাল আয়োজিত পারিবারিক গেট-টুগেদার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবণী নিজেই।

শ্রাবণী বলেন,‘ এর আগে আরো বেশ কয়েকবার আমার বগুড়ায় স্টেজ শোতে গান গাইবার সুযোগ হয়েছিলো। আগের স্টেজ শোগুলোর অভিজ্ঞতা বেশ ভালোলাগার ছিলো। আগামীকালকের আয়োজনটি আশা করছি অনেক গুছানো, পরিপাটি হবে। আমিও চেষ্টা করবো আয়োজকদের গানে গানে মুগ্ধ করতে। শোতে আমার নিজের ভালোলাগার গানতো গাইবোই। সেইসাথে গাইবো অনুরোধেরও গান। ধন্যবাদ আয়োজকদের আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য।’

রংপুরের মেয়ে শ্রাবণী সায়ন্তনীর পেশাগতভাবে গানের ভুবনে পথচলা ২০১৭ সালে সেরাকন্ঠ’তে অংশগ্রহনের মধ্যদিয়ে। তার প্রকাশিত প্রথম মৌলিকব গান ‘বৈশাখ এলোরে’। এরপর থেকে পড়াশুনার পাশাপাশি গানে গানেই গানের ভুবনে শ্রাবণীর এগিয়ে চলা। পড়ছেন গান নিয়ে বিশ্বভারতী’তে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে। শ্রাবণী এরইমধ্যে তার কন্ঠটিকে সিগনেচার ভয়েজ হিসেবে প্রায় প্রতিষ্ঠিতই করে ফেলেছেন। তার গান শুনলেই বুঝা যায় যে এটা শ্রাবণী সায়ন্তনীর গান। সেরাকন্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহনের পরপরই শ্রাবণীর প্রথম মৌলিক গান ‘বৈশাখ এলোরে’ প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন বাবু, সুর সঙ্গীত করেছিলেন হৃদয়।

আরও পড়ুন

এরপর শ্রাবণীর কন্ঠে আরো বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়। সর্বশেষ কয়েক মাসে আগে তার কন্ঠে প্রকাশিত হয় ‘না বলা কতো কথা’ শিরোনামের একটি গান। এই গানের শ্রাবণী যেন নিজেকে আরো ম্যাচিউরড প্রমাণ করেছেন। গানটি যারাই শুনেছেন শ্রাবণীর কন্ঠের ভীষণ প্রশংসা করেছেন। গানের মিউজিক ভিডিওতেও শ্রাবণী নিজেকে এতোটা সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে তাকে অভিনয়েও নিয়মিত হবার কথাও বলেছেন অনেকে। ‘না বলা কতো কথা’ গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং। এদিকে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শ্রাবণীর কন্ঠে ‘ভুল মানুষ’ শিরোনামের আরো একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন