‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি
_original_1756395610.jpg)
অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকির মিডিয়াতে যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। সেই বছর তার অভিনীত সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’ নাটকটি প্রচার হয়। পরের বছর তিনি ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন প্রয়াত আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদের তোলা ছবি জমা দিয়ে। সেই প্রতিযোগিতায় তিনি সেকেণ্ড হয়েছিলেন। প্রথম হয়েছিলেন অপি করিম।
এরপর নিজের ভাবনা থেকেই তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ। এই থিয়েটারেরই শিল্পী রাইসুল ইসলাম আসমাদ, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, রোজী সেলিম, শমী কায়সার’সহ আরো অনেকে। যদিও বা মঞ্চে চুমকি আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা কিংবা রাইসুল ইসলাম আসাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাননি কিন্তু তারপরও তিনি ‘ঢাকা থিয়েটার’র একজন সদস্য হিসেবে পরিচয় দিতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন চুমকি। এরইমধ্যে বেশকিছুদিন বিরতির পর আবারো মঞ্চে অভিনয় করেছেন চুমকি। নাটকের নাম ‘দেয়াল’।
নাটকটি সেলিম আল দীন রচিত। নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এরইমধ্যে নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকে চুমকি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘দেয়াল’ নাটক যারা মঞ্চে দেখেছেন তারা সবাই যথারীতি চুমকির অভিনয়ের ভূঁয়সী প্রশংসা করেছেন। যে কারণে এখন থেকে আবারো মঞ্চে নিয়মিত অভিনয় করার অনুপ্রেরণা পেলেন চুমকি। চুমকি এর আগে ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করেছেন ‘হাত হদাই’,‘ বনো পাংশুল’,‘ প্রাচ্য’,‘ যৈকতী কইন্যার মন’,‘ একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’,‘ন নইরা মনি’সহ আরো কয়েকটি নাটক।
আরও পড়ুনমঞ্চে অভিনয় করা প্রসঙ্গে চুমকি বলেন,‘ আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়াতে আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে উঠা। সে কারণে তার প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ। আমরা যারা মঞ্চে অভিনয় করি তারা আসলে প্রত্যেকেই মঞ্চের কাজটা ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে কাজ করতে করতে এতো ক্লান্ত হয়ে পড়ি , তারপরও কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসা একটুও কমেনা। কারণ আমাদের মা বাবা ভাই বোনকে ঘিরে যেমন একটি পরিবার। এই মঞ্চ দলটাও আমাদের আরেকটা পরিবার। এক অন্যরকম ভালোলাগা এই পরিবার টেনে নিয়ে যায়। সত্যি বলতে কী একেবারেই নিজের আনন্দের জন্য নিজের আত্নতৃপ্তির জন্য মঞ্চে অভিনয় করি। তাছাড়া এটাও পরম সত্যি যে দর্শক যারা আসেন তারাও একটা ভালোলাগ নিয়েই মঞ্চ নাটক দেখতে আসেন। দেয়াল-এ অভিনয় করেও ভীষণ ভালোলেগেছে। যথারীতি আমার দল ঢাকা থিয়েটারের প্রতি আমি কৃতজ্ঞ।’
চুমকি জানান আর কিছুদিন পর তিনি ফারুক আহমেদ’র নির্দেশনায় ‘রঙমহল’ নামের আরো একটি মঞ্চ নাটকে অভিনয় করবেন। চুমকি অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। চুমকি অভিনীত একমাত্র সিনেমা ‘পাপ পূণ্য’।
মন্তব্য করুন