চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ২টি রেস্তোরাঁর অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন ও কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দু’টি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
গত মঙ্গলবার বেলা দেড়টায় শিবগঞ্জ পৌর বাজারে মৌচাক হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার ও ফরেষ্ট ক্যাফে বাংলা নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী। অভিযানকালে ওই দু’টিসহ আশপাশের আরও ৬টি খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, দীর্ঘদিনের নজরদারির পর পরিচালিত অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে খাবার প্রস্তুতস্থলের পরিবেশ সন্তোষজনক পাওয়া যায়নি। ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল বাসি খাবার ও প্রতিষ্ঠান দু’টির কর্মীদের অপরিচ্ছন্নতা লক্ষ্য করা গেছে। এ কারণে দু’টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে অর্থদন্ড করা হয়েছে।
আরও পড়ুনসহকারী পরিচালক আরও বলেন, জনস্বার্থে জেলাব্যাপী বাজার তদারকিমূলক এ ধরণের অভিযান অব্যহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন কনজ্যূমারস এসোসিয়েশন অব বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সশস্ত্র ব্যাটালিয়ন আনসারের একটি দল।
মন্তব্য করুন