ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

নওগাঁর বদলগাছীতে তরকারি রান্নার স্বাদ না হওয়ায় জীবন দিতে হলো স্ত্রীকে

ছবি : সংগৃহীত, নওগাঁর বদলগাছীতে তরকারি রান্নার স্বাদ না হওয়ায় জীবন দিতে হলো স্ত্রীকে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে তরকারি রান্নার স্বাদ ভালো না হওয়ায় এক গৃহবধূকে আত্মহতি দিয়ে জীবনের ইতি টানতে হলো। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়পুর ইউপির জগদীশপুর গ্রামে। শাশুড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ঐ গ্রামের আকাশ হোসেন গত মঙ্গলবার রাতে বাসায় খাবার খেতে বসেন। তরকারি রান্নার স্বাদ ভালো না হওয়ায় স্ত্রী ঝর্না খাতুনকে গালিগালাজ করে তার স্বামী আকাশ। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় আকাশ স্ত্রী ঝর্নাকে রাতেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। ঝর্না ভোরে উঠে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলে আবারও স্বামী স্ত্রী দন্দ্বে জড়িয়ে পড়ে।

স্বামীর ওপর অভিমান করে সকাল ৬টায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঝর্না। দরজা ভেঙে ঝর্নাকে উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে থেকে  জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের ৪ বছরের দু’টি জমজ সন্তান আছে নাম ওহান ও সোহান। সন্তান দু’জন পুলিশকে বলে মা ওড়না দিয়ে ঝুলে ছিল বাপ্পী কেটে নামাছে, তোমরা বাপ্পীকে ধরে নিয়ে যাও।

আরও পড়ুন

ঝর্নার মামা জহুরুল ইসলাম বলেন, ঝর্নাকে মারপিট করে হত্যা করা হয়েছে। সে বারবার মারপিট করতো ভাগনীকে, অনেকবার নিয়ে চিকিৎসা করেছি।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, তাকে আত্মহত্যা প্ররোচণায় মামলা হয়েছে। শাশুড়ি পেয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নারীর প্রলোভন দিয়ে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন