বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজিব কুমার সরকার সুজনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
সজিব কুমার সরকার সুজন ধুনট পৌর এলাকার সরকারপাড়া গ্রামের সজল কুমার সরকারের ছেলে। আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাটোর শহর থেকে তাকে গ্রেফতার করে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব কুমার সরকার সুজন ধুনট বাজারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। ব্যবসার প্রয়োজনে তিনি প্রায় ৬ বছর আগে স্থানীয় চালাপাড়া গ্রামের মোখলেসুর রহমানের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাদন নেন। শর্ত মোতাবেক ওই সময় সজিব কুমার ফাঁকা চেক ও স্ট্যাম্পে সই দিয়ে মাসিক শতকরা ১০ টাকা সুদে পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। ব্যবসায় লোকসান করে দাদন ব্যবসায়ীর ভয়ে প্রায় চায় বছর ধরে ব্যবসা বন্ধ করে লাপাত্তা হয়ে যান সজিব কুমার।
আরও পড়ুনএ অবস্থায় দাদন ব্যবসায়ী মোখলেসুর রহমান ২০২৩ সালে সজিব কুমারের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ৩ মার্চ সজিব কুমারের বিরুদ্ধে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও সাড়ে চার লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডাদেশের পর থেকে পলাতক থাকায় সজিব কুমারের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজিব কুমারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন