তৃতীয় বারেরমত সিলগালা
বগুড়ার দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের পৌনে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাস্থ দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মের অভিযোগে আবারও জরিমানা ও সিলগালা করা হয়েছে। বারবার অনিয়মের অভিযোগ উঠলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংশোধন না হওয়ায় আবারও সিলগালা করা হলো প্রতিষ্ঠানটি। আজ রোববার (৪ মে) দুপুরে যৌথবাহিনীর অভিযানে ক্লিনিকের স্বত্বাধিকারীর ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের মাধ্যমে ফুঁসলিয়ে দিগন্ত ডায়াগনস্টিকে নিয়ে যাওয়া হতো।
সেখানে টেস্ট না করেই ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো। অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তাছাড়া প্যাথলজিক্যাল রুম অপরিস্কার ও অপরিচ্ছন্ন দেখা গেছে।
আরও পড়ুনঅভিযান চলাকালে দালালের মাধ্যমে ৬ রোগীর কাছ থেকে আদায় করা ১২ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এসময় একজন চিকিৎসককে পাওয়া গেছে যিনি সব ধরনের রোগী দেখছেন, যা ঠিক নয়। এসব অভিযোগে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
উল্লেখ্য, একই ধরনের অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ২০২২ সালে প্রথম সিলগালা করা হয়েছিল। ২০২৪ সালে দেড় লাখ টাকা জরিমানা করে দ্বিতীয় বারেরমত এবং সর্বশেষ আজ রোববার (৪ মে) তৃতীয় বারেরমত সিলগালা করা হলো।
মন্তব্য করুন