ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান

স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান

বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।

তিনি বলেন, এ দেশের কোটি কোটি মানুষ আজ জাতি ধর্ম নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তারা এমনভাবে জীবনযাপন করবে যাতে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করা লাগবে না। বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন। অথচ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকায় ১০০টি পদ্মা ব্রিজ নির্মাণ করা যেত। 

আরও পড়ুন

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। তবে একটি অপবাদ দিতে পারেননি যে, শহীদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন। আমাদের সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নত করতে পারব না। আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারবো। 

সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাবির শেখ মুজিব হলে ৫০৪টি ফ্যান স্থাপন কার্যক্রম শুরু

ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান

ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো এলাকাবাসী