দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূ উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর কামারপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৫৫)।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর আনুমানিক পৌনে দুইটায় বাড়ির উঠানে খড়িঘরে খড়ি নিতে গেলে গৃহবধূ আলেয়া বেগমকে বিষাক্ত সাপ কামড় দেয়।
আরও পড়ুনএসময় পরিবারের লোকজন তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিহতের পুত্র নওশাদ ইকবাল নিশ্চিত করেন।
মন্তব্য করুন