বগুড়ার কাহালুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (৩৫) নামে সিরামিক ফ্যাক্টরির এক সিকিউরিটি গার্ড ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার (৪ মে) সকাল ৬টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর বাসস্ট্যান্ডে। নিহত আব্দুর রহমান দুপচাঁচিয়া উপজেলর চামরুল ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মোখলেছ সরকারের ছেলে।
জানা গেছে, আব্দুর রহমান কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের আজাদ সিরামিক ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গতকাল শনিবার রাতে তিনি নাইট ডিউটি শেষ করে রোববার সকালে মটরসাইকেলে করে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের মাধবকাঁকা গ্রামে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলসহ তাকে পিষ্ট করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান প্রাণ হারান।
কাহালু থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আব্দুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন