ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

পাবনার সুজানগরে আবার পদ্মার ভাঙনের কবলে বাড়িঘর ও ফসলি জমি

পাবনার সুজানগরে আবার পদ্মার ভাঙনের কবলে বাড়িঘর ও ফসলি জমি। ছবি : দৈনিক করতোয়া

সুজানগর (পাবনা) প্রতিনিধি : চলতি বর্ষা মৌসুমে পাবনার সুজানগরের পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কবলে পড়েছে নদীপাড়ের বাড়ি-ঘর এবং ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। উপজেলার সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, গত ৫/৭দিন হলো পদ্মা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন।

বিশেষ করে পদ্মার ভাঙনের কবলে পড়েছে উপজেলার সাতবাড়ীয়া, নিশ্চিন্তপুর, তারাবাড়ীয়া নারুহাটি, গুপিনপুর, মাছপাড়া, রাইপুর, সাতবাড়ীয়া খেয়াঘাট, কাঞ্চন পার্ক, পদ্মা রিসোর্ট ও সাতবাড়ীয়া মৎস্য আড়তসহ ১০টি গ্রামের বাড়ি-ঘর ও ফসলি জমি। পদ্মাপাড়ের নারুহটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, পদ্মার বড় বড় ঢেউয়ের তোড়ে শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

পদ্মায় পানি বৃদ্ধি এবং ভাঙন অব্যাহত থাকলে পদ্মাপাড়ের ১০/১২টি গ্রামের অর্ধশত বাড়ি-ঘর, গাছপালা এবং হাজার হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। উপজেলার মাছপাড়া গ্রামের পদ্মাপাড়ের বাসিন্দা বন্দে আলী বলেন, আমার বাড়ি একদম পদ্মা নদীরপাড়ে।

আরও পড়ুন

যেভাবে পদ্মার ঢেউ ধাক্কা মারছে তাতে যেকোন সময় আমার বাড়ি-ঘরসহ আশপাশের বাড়ি-ঘর ও মূল্যবান গাছপালা নদীতে বিলীন হয়ে যেতে পারে। সেই সাথে ভাঙনের কবলে পড়তে পারে একাধিক শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান।

এ ব্যাপারে পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে ওই সকল এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। প্রয়োজনে সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

নওগাঁর পত্নীতলায় ক্লি¬নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান