সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নের পর্তাব দিঘী এলাকার আড়াই কিলোমিটার কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হওয়ায় ১০ গ্রামের জনসাধারণের চলাচলে চরমদুভোর্গ পোহাতে হচ্ছে। প্রতিবাদে স্থানীয়রা ওই রাস্তায় ধানের চারা রোপণ করছেন। ভুক্তভোগী গ্রামগুলো হলো-ধামাইনগর, পতাবদিঘী, দৌলতপুর, ফুলতালা, মির্জাপুর, বাটকামারি, হলদিবাড়ী, সোনাকান্দর, ধলজান ও জঙ্গলপাড়াসহ মোট ১০ গ্রাম।
জানা যায়, দেশ স্বাধীনের ৫৪ বছর পার হলেও উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরিতলা বাজারের রেখার মোড় থেকে প্রতাবদিঘী পর্যন্ত আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে আর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়ে থাকে। যার ফলে ওই রাস্তা দিয়ে জনসাধারণের চলাচল করতে চরম দুভোর্গ পোহাতে হয়। সামান্য বৃষ্টি হলো রাস্তায় কাদায় আর পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে সব ধরনের যানবাহন চলাচল করতে বাধাগ্রস্ত হয়।
ক্ষিরিতলা গ্রামের ময়নুল হক জানান, বৃষ্টি হলে রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি মেরামত করা খুবই প্রয়োজন। ওই বাজারের ব্যবসায়ী কাজিমদ্দিন কাজী জানান, উক্ত রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, শ্মশানঘাট এবং স্থানীয় বেশ কয়েকটি হাট-বাজারে নিয়মিত কয়েক হাজার লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার পর এ রাস্তায় কোন উন্নয়ন হয়নি। যার ফলে এখনকার জনসাধারনের চলাচল করতে কষ্ট হচ্ছে। রাস্তাটি পাকাকরণ করা খুবই প্রয়োজন হয়ে পড়ছে।
আরও পড়ুনএ বিষয়ে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন জানান, আশ্রায়ণ-২ প্রকল্পের সংযোগ সড়কের জন্য রাস্তাটির আবেদন করা হয়েছে। রাস্তাটি রায়গঞ্জ উপজেলার এলজিইডি’র আইডিভুক্ত হয়ে আছে। যে কোন সময় পাকাকরণ কাজ শুরু হবে।
এবিষয়ে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী রবিউল আলম বলেন, আমি এখানে সবেমাত্র যোগদান করেছি। তারপরও যদি ওই রাস্তাটি আইডিভুক্ত হয়ে থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে পাকাকরণ কাজ করা হবে।
মন্তব্য করুন