ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিশাল বিজয় র‌্যালি করেছে বগুড়া জেলা বিএনপি। আজ বুধবার (৬ আগস্ট) বিকেল পাঁচটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালির আগে আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান।

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতি  ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা জেলঅ বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেরঅ যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক  রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি, যতদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচন না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম চলবেই। কিছু দল তারা নির্বাচনে ভয় পায়, এজন্য নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। যে কোন মূল্যেই দেশে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং এটাই জনগণের দাবি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিএনপি।

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষ সেই আন্দোলন সংগ্রামে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম করে গেছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ষড়যন্ত্র চক্রান্ত সহ নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন।

শত নির্যাতন সহ্য করে বাড়িঘর, পরিবার পরিজন ছাড়া হলেও তারা কেউ রাজপথ থেকে সরে যায়নি। সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া।

এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিকেল ৩ টার পর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে থাকে। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্লেকার্ড নিয়ে তারা র‌্যালি ও সমাবেশে অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাট থেকে বৈদড় পর্যন্ত রাস্তা ৩৭ বছরেরও সংস্কার হয়নি

নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত  লাখ টাকা আত্মসাৎ

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

বগুড়ার শাজাহানপুরে বর্ষার পানিতে তলিয়ে গেছে শ্যামলাকাতিপাড়া, দুর্ভোগে মানুষ