ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

জয়পুুরহাটের আক্কেলপুরে দুর্ধর্ষ ডাকাতি, বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুট

জয়পুুরহাটের আক্কেলপুরে দুর্ধর্ষ ডাকাতি, বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের পোল্ট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত দল টুকু ও তার স্ত্রী বিলকিস আরাকে মারপিটের পর বেঁধে একটি কক্ষে আটকে রেখে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার জামালগঞ্জ বাজারের পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে অবস্থিত ইসমাইল হোসেনের বাসায় ওই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাসার গৃহকর্ত্রী বিলকিস আরার দাবি, ডাকাতেরা প্রায় পাঁচ লাখ টাকা ও দেড়শ’ ভরি স্বর্ণালঙ্কার, তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি লুট করেছে।

ইসমাইল হোসেনের স্বজন ও স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন পোল্ট্রি ও হ্যাচারি ব্যবসায়ী। জামালগঞ্জ বাজারের মধ্যে তার বাসাটি সবচেয়ে দৃষ্টিনন্দন ও বিলাসবহুল। ইসমাইল হোসেন, তার স্ত্রী ও গৃহপরিচারিকা বাসায় থাকেন। শুক্রবার রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যান।

আরও পড়ুন

বাড়ির পেছনে জানালার গ্রিল কেটে রাত ২টার পর বাড়ির ভেতর ছয়জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে তাদের ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তাদের সবাইকে মারপিটের পর ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে বেঁধে রেখে ডাকাতেরা বাসার নিচ ও দ্বিতীয়তলায় গিয়ে আসবাবপত্র ভেঙে উল্লেখিত পরিমাণ স্বর্ণালঙ্কার, টাকা ও ছয়টি দামি ঘড়ি লুট করে পালিয়ে যায়। বাসার সিসি টিভি ক্যামেরায় ডাকাতির ঘটনার ফুটেজ রয়েছে।

এ বিষয়ে মামলার বাদি ইসমাইল হোসেন টুকুর ছেলে রাসেল হোসেন বলেন, পুলিশ যেভাবে আমাদের বলেছে সেভাবেই আমরা মামলা করেছি। তাতে  স্বর্ণ ও টাকার পরিমাণ কম উল্লেখ করা হয়েছে স্বর্ণের পরিমাণ বড় বিষয় নয় আমরা খোয়া যাওয়া স্বর্ণগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি। আজ শনিবার (২১ জুন) সকালে সার্কেল এসপি আরিফ হোসেন, আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

মব-চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

নোবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার ৩