ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

নওগাঁর পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নওগাঁর পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।

খন্দকার মুহা. আব্দুর রাকিব জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার কেন্দ্র থেকে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড।

নওগাঁর ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। এর মধ্যে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এই আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক। তার বাড়ি সাপাহার উপজেলায়। তিনি সাপাহার উপজেলার আল হেরা ইসলামি একাডেমি মাদ্রাসার অধ্যক্ষ। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা দুটি নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামইরহাট উপজেলার ছাতুনকুড়ি গ্রামে।

এক উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ-৪ আসন। এই আসনে জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াত। তার বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্ল্যাবাদ গ্রামে। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আ স ম সায়েমকে।

আরও পড়ুন

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ -৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ খবিরুল ইসলামকে। বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব জানান, নওগাঁর ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড। নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলীয় মনোনয়ন বোর্ড।  হয়তো পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই-একদিনের মধ্যে ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ