ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে ছয় মাসে ২০ জনের আত্মহত্যা

বগুড়ার ধুনটে ছয় মাসে ২০ জনের আত্মহত্যা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় দাম্পত্য কলহ, সংসারের অভাব-অনটন, পরকীয়া ও পছন্দমতো বিয়ে না হওয়া, আত্মবিশ্লেষণের ঘাটতির কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এ উপজেলায় গত ৬ মাসে ২০ জন আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক হারে আত্মহনন বৃদ্ধি পাওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

থানা সূত্রে জানা যায়, জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত থানায় ২০টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ১০ জন নারী ও ১০জন পুরুষ অপমৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়। সাধারণত: দুইভাবে আত্মহত্যা করে থাকেন। এর মধ্যে আত্মহত্যার একটি ধরণ হচ্ছে গলায় ফাঁস ও আরেকটি হচ্ছে বিষপান। আত্মহননকারীদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

এদিকে, এ উপজেলায় গত ছয় মাসে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য ছিল। এরমধ্যে পারিবারিক অশান্তির কারণে ২৭ মে ফেসবুক লাইভে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে রাসেল আহম্মেদ (২৮) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি পশ্চিম ভরণশাহী গ্রামের আবু রায়হান সোনার ছেলে।

বিয়ে করার বায়না ধরে মা-বাবাকে রাজি করাতে না পেরে ৯ জুন গলায় ফাঁস দিয়ে শাকিল আহম্মেদ (১৪) আত্মহত্যা করেছে। সে রান্ডিলা আতাউল্লাহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মায়ের কাছে ৫’শ টাকার বায়না ধরে না পেয়ে ২৩ জুন তরিকুল ইসলাম (২৫) বিষপানে আত্মহত্যা করেছে। সে বানিয়াজান গ্রামের দুদু সরকারের ছেলে।

আরও পড়ুন

এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া আফরিন বলেন, পারিবারিক কলহের জেরে কারো ওপর জোর করে বল প্রয়োগ করা হলে, তখন সেই অতিরিক্ত চাপে ভেঙে পড়ে, গভীর হতাশায় মানুষ যখন জীবনের মূল্য খুঁজে পায় না কিংবা অভাবগ্রস্ত হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলে তখন নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পারিবারিক সম্পর্কগুলোর পারস্পরিক অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অন্যান্য এলাকা থেকে এই জনপদের মানুষ অতি আবেগপ্রবণ। তাই তারা তুচ্ছ বিষয় নিয়ে আত্মহত্যা করে জীবনকে বিসর্জন দেন। এটা অনেকটা সামাজিক ব্যাধির মতো। আত্মহত্যা সমাজ থেকে দূর করতে সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আত্মহত্যার কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড