ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

নড়াইলে নিখোঁজের ৭দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৭দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে রাস্তার পাশ থেকে শওকত লস্কার (৪৭) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

আরও পড়ুন

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধী ছিলেন। গত ২৪ নভেম্বর নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার থানায় নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৭ দিন পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় কাঁচা মরিচ ছিটিয়ে চাষীদের অবরোধ-বিক্ষোভ

অপারেশন করাতে সাহায্য কামনা করেছেন আখতারী বেগম

সানজিদা থেকে সুনিতা’য় তার মুগ্ধতার যাত্রা

গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স  

বগুড়ায় আরও ২৬ আইন কর্মকর্তা নিয়োগ

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় স্কুল শিক্ষকের জামিন নামঞ্জুর