ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রিচির লাকি সেভেন..

রিচি সোলায়মান

অভি মঈনুদ্দীন : ‘ খুউব সহজ সরল আর সুন্দর মনের একজন মানুষ রিচি। তাকে আমি আমার মেয়ের মতোই ভীষণ স্নেহ করি। তার বিশেষ একটি দিক আমি বলতে চাই, তা হলো-সিনিয়রদের জন্য তার পরম শ্রদ্ধাপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করে।

সত্যি বলতে কী, রিচিতো আমাদেরই মেয়ে। তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা, দোয়া। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’ রিচির জন্মদিনে রিচি প্রসঙ্গে এমনই বলছিলেন দেশের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক আবুল হায়াত। দেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। এখনো ভালো গল্প পেলে তিনি অভিনয় করেন।

এরইমধ্যে গেলো ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’। এটা নিয়েই রিচির আপাতত ভীষণ ব্যস্ততা। তবে রিচির আজকের রিচি সোলায়মান হয়ে উঠার নেপথ্যে যে সাতজন মানুষের বিশেষ ভূমিকা ছিলো তাদের কথা এই সময়ে এসে বিশেষভাবে স্মরণ করেছেন রিচি। তারা হলেন প্রয়াত অভিনেতা,পরিচালক বুলবুল আহমেদ, অভিনেতা-পরিচালক আবুল আয়াত, পরিচালক ফেরদৌস হাসান রানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, তৌকীর আহমদে ও টনি ডায়েস। রিচির অভিনয় জীবনের শুরুতে তারা তার পাশে ছিলেন। উল্লেখিত নির্মাতারা তাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন, আর উল্লেখিত সহশিল্পীরা তারসঙ্গে কাজ করেছিলেন বিধায় শুরুতে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে খুউব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি।

রিচি সোলায়মান বলেন,‘ সত্যি বলতে কী যদি সহশিল্পীর কথা বলতে হয় তাহলে জাহিদ ভাই, তৌকীর ভাই ও টনি ভাইয়ের কথা আমি বিশেষভাবেই বলতে চাই। কারণ তারা আমাকে আমার অভিনয় জীবনের শুরুতে ভীষণ সহযোগিতা করেছেন। তারা তাদের অভিনীত নাটকে সহশিল্পী হিসেবে আমাকে রেখেছেন, আমাকে অভিনয় শিখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিলো। কারণ তাদের সহযোগিতা, অনুপ্রেরণা আমার চলার পথকে সহজ করে দিয়েছিলো। আমিও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন

আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রয়াত নায়ক, পরিচালক বুলবুল আহমেদ আঙ্কেল, আবুল হায়াত আঙ্কেল, রানা ভাই ও চয়নিকা বৌদির প্রতি। তারা আমাকে দিয়ে নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিয়েছেন, ভালো ভালো গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার অভিনয় জীবনের শুরুতে। যে কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এরপর আরো বহু সহশিল্পী, পরিচালকের সঙ্গে কাজ করেছি, এখনো করছি, তাদের প্রতিও ভালোবাসা রইলো। তবে আমার আম্মার শতভাগ সাপোর্ট ছিলো বলেই আমি আজকের রিচি হতে পেরেছি। আমার আম্মার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আসলে আম্মাকে অনেক ভালোবাসি, এ কথা হয়তো বলা হয়না। কিন্তু এখন মাঝে মাঝে বলেই ফেলি আম্মুকে যে তাকে আসলে কতোটা ভালোবাসি। আর আজ আমার জন্মদিন। সবার দোয়া চাই।’

রিচি জানান, শিগগিরই তিনি ইমরাউল রাফাতের একটি নাটকে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ এখন বসুন্ধরা কিংসে

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের হা/ম/লা/র প্রতিবাদ জানালেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা | Daily Karatoa

আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম | Daily Karatoa

২৪ এর শ হি দ ও আ/হ/ত যো*দ্ধাদের স্মরণে শাহবাগে চলছে গণস্বাক্ষর কর্মসূচি | Daily Karatoa